মোহাম্মদ সেলিম
আলু আমার আলু
দাম বেশি দিবেন না খালু।
দফায় দফায় আলুর দাম চড়ে
বাজার মনিটরের কাম বাড়ে।
ব্যবসায়িদের মজুদ আলু হিমাগারে
তারাই মজুদ আলু বিক্রি করে চড়া দামে।
কয়েক বছরের জলের দামের আলু
এ বছর লাফিয়ে উঠলো চল্লিশ টাকায় বালু।
কোন কিছুতেই দাম কমে না আলুর
আলু খাওয়া এবার কমিয়ে দিচ্ছে শালু।