গজারিয়ায় মেঘনায় মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের নেতৃত্বে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলার বকচর, কালিরচর, চরআব্দুল্লাহপুর, চরঝাপটা,
বাংলাবাজারসহ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নদীতে পেতে রাখা অবস্থায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এতে অংশ নেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাঁন মো. নাজমুস শোয়েব,
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আলীম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসান সাদী, মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল হক সাবেরিন,
নির্বাহী ম্যাজিসেট্রট মাহমুদ আশিক কবীর, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু মুন্সী সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তাগণ।