মোহাম্মদ সেলিম
আকাশ ভরা চাঁদের আলো
ভাঙ্গা ঘর কতো ভালো।
চাঁদের আলোতে ঘর ভরে উঠে
দিনের আলোর মতো লাগে।
হাটা হাটিতে ছায়া ঘুরে
নিজের কাছে ভালো লাগে।
ছায়ার মাঝে খুঁজি তারে
তখন তারে অচেনা লাগে।
চাঁদের আলোর ঠান্ডা আভা
তুমি কি এবার চলে যাবা।
চাঁদের আলোয় মানসি হাটে
তাঁর খোঁজে নিরঞ্জন ঘাটে।
মান অভিমানের পালা চলে
সপ্তাহ গড়িয়ে একুশে আসে।
হাতের ছোঁয়া দাবি তারে
সে খুঁজে না সততা যারে।