নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়া তলার ডিঙ্গাভাংগা এলাকায় সৌদি প্রবাসী মো: সুজন মিয়া (২৭) এর স্ত্রী রেশমা আক্তার (২৩) এক সন্তানের জননী গত বৃহস্পতিবার পরকীয়া প্রেমের টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে পালিয়ে যাওয়ার সময়ে প্রবাসী সুজন মিয়ার পাঠানো নগদ ৬০ হাজার টাকা ও গলার হার নিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন সুজনের বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা রুবি আক্তার। স্থানীয় এক বখাটে ও মাদক ব্যবসায়ী মোঃ রবিন মিয়ার (২৮) সাথে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেন রেশমা আক্তার।
প্রায় সময়ই রেশমা আক্তার রবিনের সাথে বিভিন্ন জায়গায় দেখা করতেন বলে জানা যায়। এরই পরিপ্রক্ষিতে গত ২২/১০/২০২০ বৃহস্পতিবার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।