মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শাইখুল হাদীস মুফতী আব্দুল্লাহ বিক্রমপুরী (রহ.) এর স্মরণ সভা হয়েছে।
বুধবার বিকালে শহর জামে মসজিদে এ সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী দা.বা.।
মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড সভাপতি আল্লামা আব্দুল হামীদ দা.বা. (পীর সাহেব মধুপুর) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ দা. বা.। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্মরণ সভা বাস্তবায়ন কমিটি আহ্বায়ক মুফতি নিসার আহমাদ দা.বা.।