গজারিয়ায় ভিজিডি কর্মসূচির সভা অনুষ্ঠিত October 29, 2020 Share on Facebook Tweet on Twitter গতকাল বুধবার সকাল ১০টায় গজারিয়া উপজেলায় স্বনির্ভরতার জন্যে সহায়তা ভিজিডি কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলাদের জন্যে বিনামূল্যে খাদ্য সাহায়তা উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী। Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Google+ (Opens in new window) Related