মুন্সীগঞ্জের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীর বকচর, কালীরচর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নদীতে পেতে রাখা অবস্থায় ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
এসময় জড়িত থাকায় ৩ জেলেকে আটক করা হয়। আটককৃত ৩ জনকে ৬ দিন করে কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মাহমুদ আশিক কবীর।
জব্দকৃত অবৈধ কারেন্ট জাল হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।