নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌরসভাস্থ মুন্সীরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জসনে জুলুসের র্যালী বের করা হয়েছে। নজরুল ইসলাম চিস্তী খোকা লেংটার নেতৃত্বে আশকোনে মোস্তফা (সা:) আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলা সংগঠনের উদ্দ্যোগে এ জসনে জুলুস র্যালী করা হয়।
গত শুক্রবার সকালে এ উপলক্ষ্যে মুন্সীরহাট আল-আমিন কমিউনিটি সেন্টার প্রাঙ্গন থেকে এ জলসে জুলুস র্যালী বের হয়ে শহরের সুপার মার্কেট হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আশকোন মোস্তফা (সা:) আহলে সুন্নাত ওয়াল জামায়াত মুন্সীগঞ্জ জেলার প্রধান উপদষ্টো হাজী নজরুল চিস্তী খোকা লেংটা, সভাপতি মাওলানা হোসাইন আতিক, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ফারুকি, মাওলানা বোরহান উদ্দিন হেলালী,
মাওলানা শহিদুল ইসলাম ফারুকি, মাওলানা সাইদুর রহমান, ডা: আব্দুল্লাহ, হাফেজ নিজাম উদ্দিন, মাওলানা জাকির হোসেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আবু হানিফ, মো. জাহিদুল ইসলাম, মো. আলমগীর বেপারি, দেলোয়ার শেখ ও মো. নয়ন ভান্ডারী।