মোহাম্মদ সেলিম
যতোই করো রঙ্গ তামাশা
ছাড়তে হবে ভবের মায়া
সময় ফুরাইলে
হায়রে সময় ফুরাইলে।
সময়ের সাথে পাল্লা দিয়ে
গড়ে তুলেছো বাড়ি গাড়ি
ভবেতে করেছ জমিদারি
শেষ সময়ের ডাকে সব ছেড়ে
যেতে হবে ওপারে
সময় ফুরাইলে
হায়রে সময় ফুরাইলে।
কাফনের কাপড় ছাড়া
পাবা না কোন কানাকড়ি
তবে কেন করো এতো বাড়াবাড়ি
সময় ফুরাইলে
হায়রে সময় ফুরাইলে।
যক্ষের ধনের মতো
ধরে রেখেছো সোনাদানা
ডাকের সময়ে পার পাবা না সোনা
সময় ফুরাইলে
হায়রে সময় ফুরাইলে।
অনিয়ম দুর্নীতি ঘুষ সুদ
মিলে আমোদ আর ফুর্তিতে
মেতে ছিলে ভবে
তাতেও ফিরেনি তোমার হুশ
সময় ফুরাইলে
হায়রে সময় ফুরাইলে।
ওপারের কথা ভেবে
কি নিলে সাথে করে
একবারো ভেবে দেখলে না তুমি দোস্ত
সময় ফুরাইলে
হায়রে সময় ফুরাইলে।