শাহরিয়ার হোসোইন: মুন্সীগঞ্জ ডিবি পুলিশ শনিবার বিকাল তিনটা ৫০ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার এলাকার আব্দুল্লাহপুর মন্ডল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন
বেপারী (৫৯) পিতা-মো: দুদু মিয়া গ্রাম-আব্দুল্লাহপুর মন্ডল বাড়িতে ৮০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
নাসিরুদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বেও একের অধিক মাদক মামলা আছে। সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। নাসির উদ্দিনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে।