নিজস্ব প্রতিবেদক: টঙ্গীবাড়ী উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা নামে তার অফিসে ভিজিটরদের বসরার জন্য রেখেছেন ভাঙ্গাচুরা চেয়ার। এখানে আগতদের এ ধরণের সেবার মান নিয়ে দেখা দিয়েছে নানা রকমের প্রশ্ন। যেসব চেয়ার সমাজ সেবা অধিদপ্তরে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে,
তা এখন ব্যবহার করতে দেয়া হয়েছে আগত ভিজিটরদের। সাধারণত এসব চেয়ার থাকার কথা রয়েছে গুদামে। কিন্তু বর্তমানে এগুলো এখানে ব্যবহার করার জন্য রাখা হয়েছে। যেসব চেয়ার মুলত নিজেরাই ব্যবহার করতে চান না তা কেন ভিজিটরদের জন্য রাখা হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এসব চেয়ারের বেশিরভাগ অংশই যেমন ছাল বাকলা ইতোমধ্যে উঠে গেছে। প্রথম দেখাতে দেখলে মনের ভেতর দিক থেকে ক্ষিত ক্ষিত করে উঠে। মন এ চেয়ারা বসতে সায় দেয় না। কিন্তু সেখানেই বসার ব্যবস্থা করেছেন এখানকার কতৃপক্ষ।
সমাজ সেবা প্রতিষ্টানটি বর্তমানে একটি গুরুত্ব পূর্ণ প্রতিষ্টান। এখানে নারী ও শিশুরা নানা রকমের কাজ নিয়ে প্রতিদিনই এসে থাকেন। কিন্তু এ ধরণের ব্যবস্থা থাকলে তা সেবার মান নিয়ে প্রশ্ন বিদ্ধ হচ্ছেন এ প্রতিষ্টানটি।