মোহাম্মদ সেলিম
তারায় ভরা আকাশের বুক
জীবনে আসেনি কোন সুখ।
চাঁদের আলো ভাঙ্গা ঘরে
জোৎসনা ছড়ায় উঠোনের বাইরে।
যাকে পাবি তাকে ছোঁয়
ভালোবাসায় রাখে ঠোট।
দীপাবলীর আলোর রশ্নি
তেলবাতিতে সন্ধ্যার আরশি।
জন্মদিনে মোমের আলো
উৎসবকে করেছে আরো ভালো।
তুমি হাটো খুব সকালে
সূর্য্য অস্ত যায় শেষ বিকালে।
মানুষ যখন বাড়ে
তখন তার বয়স কমে।
নির্ধারিত ছকের বয়স নিয়ে
মানুষ এসেছে এই ভুবনে
বয়স মাইনাসের পর
মানুষ ছেড়ে যাচ্ছে এই জগৎ।