মুকবুল হোসেন:
গজারিয়ায় মাসিক সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্যে বলেন, ইউনিয়ন পর্যায় দুর্নীতি মুছে দিতে প্রতিটি ইউনিয়নের ওয়েবপেইজে সরকারি সুবিধা ভোগীদের তালিকা প্রকাশের পরামর্শ হিসেবে নির্দেশনা প্রদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে মাসিক সাধারণ সভায় সরকারের গণমুখী জনকল্যাণ মুলক কর্মকান্ডে সাধারণ মানুষের কাছে সরকারের ভাবমুর্তি সঠিক রাখতে উপজেলাধীন প্রতিটি ইউপি চেয়ারম্যানকে এ নির্দেশনা দিয়েছেন আমিরুল ইসলাম ।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি। আরও বক্তব্য রাখেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রাহমান প্রধান, ভবেরচর ইউপি চেয়ারম্যান
ইঞ্জিনিয়ার সাহিদ মো: লিটন, ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া ও গজারিয়া প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আরফিন।