দ্বিতীয়বারের মতো ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ ইনচার্জ হলেন চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলি পরিদর্শক (নিঃ) মো. ফারুক হোসেন। বুধবার সকাল ১১ টায় ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ ও কল্যান সভায় তাকে নির্বাচিত করা হয়। জানা যায়,
“মা ইলিশ সংরক্ষণ অভিযান” সফল করার জন্য বিশেষ অবদান রাখা, মেঘনা নদীর দুর্র্ধষ অস্ত্রধারী নৌ ডাকাত রাজীব কে গ্রেফতার ও মা ইলিশ রক্ষায় জেলেদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরীর লক্ষ্যে নিরলসভাবে কাজ করার স্বীকৃতি স্বরূপ ঢাকা অঞ্চল নৌ পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম তাকে শ্রেষ্ঠ ইনচার্জ ঘোষণা করে তার হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ঢাকা অঞ্চলের নৌ পুলিশের ঢাকা ও নারায়নগঞ্জ জোনের সিনিঃ সহকারী পুলিশ সুপার সহ ঢাকা অঞ্চলের বিভিন্ন নৌ থানা ও ফাড়িঁর ২৭ জন ইনচার্জ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, পুলিশ পরিদর্শক(নিঃ) মো. ফারুক হোসেন চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে নৌপথে চাঁদাবাজি বন্ধ, নৌপথকে
জনসাধারনের জন্য নিরাপদ করে গড়ে তোলার জন্য ২৭ জন নৌ ডাকাত গ্রেফতার ও মেঘনা নদীর মৎস্য সম্পদ রক্ষার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।