নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভাস্থ দক্ষিণ ইসলামপুরে তাকওয়া সুপারলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় তাকওয়া যুব কল্যান সমবায় সমিতির উদ্যোগে তাকওয়া সুপারলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন বিক্রমপুর কিংস বনাম রেঞ্জার্স দল। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শহিদুল ইসলাম কমিশনার। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী খোরশেদ আলম মাদবর, হাজী আওলাদ হোসেন মাদবর ও যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক, প্রাক্তন কমিশনার এনামুল হক, ভিপি মো: শাহিন ও বজলুর রহমান।