নিজস্ব প্রতিবেদক: রবিবার মুন্সীগঞ্জের সুপার মার্কেটস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিবাসী ফোরাম সদস্যদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও জরিপ কর্মকর্তা আলতাফ হোসেন। প্রশিক্ষণ পরিচালনা ও সঞ্চালনা করেন প্রশিক্ষক সাবিরা ফেরদৌসী সহযোগিতায় ছিলেন প্রশিক্ষক জিনিয়া শারমিন।
উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ওকাপ মুন্সীগঞ্জের ফিল্ড অফিসার ইউজিং ম্রুং। উক্ত প্রশিক্ষণে মুন্সীগঞ্জ সদরের ৩২ জন অভিবাসী ফোরাম সদস্য অংশগ্রহণ করেন।