নিজস্ব প্রতিবেদক: আগামী ইউনিয়ন আ’লীগের সম্মেলন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে আ’লীগের এক কর্মী সভা বিকালের দিকে অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলা কলমা ইউনিয়নের শেখ মোহাম্মদ আলীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম
ফকিরের সভাপতিত্বে ও কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান অরুনের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন,
কলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী আলহাজ্জ শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক পদ প্রার্থী মো. কামরুজ্জামান অরুন ও চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. আমিনুল ইসলাম সাগর সকলের নিকট দোয়া চায়।
এসময় ইউনিয়ন শতশত মানুষ সভায় উপস্থিত হলে কর্মী সমাবেশটি এক পর্যায় জনস্রোতে রুপ নেয়। সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন এশিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্জ মো. মুজিবর রহমান, মুন্সীগঞ্জ জেলা
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুন্সী দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রিপন, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর ফকির।