নিজস্ব প্রতিবেদক: গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনি গ্রামের চাঞ্চল্যকর গৃহবধু নাছরিন হত্যা মামলার আসামী দিসান বেপারীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। গেল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানায়
জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে দিসান বেপারীকে জেল হাজতে প্রেরণ করে বলে থানা সুত্রে জানা যায়। গ্রেফতারকৃত দিসান ইমামপুর ইউনিয়ন ষোলআনি গ্রামের আহসান হোসেনের ছেলে। নিহত গৃহবধূ একই এলাকার হেদায়েত হোসনের স্ত্রী।
উল্লেখ্য, গত ২৩ জুন রাত ২টার দিকে হেদায়েত হোসনের ষোলআনি গ্রামের বসতঘরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা নাছরিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহত গৃহবধূর ভাই হোসেন মিয়া গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ মাস পর হত্যা মামলার পলাতক আসামী দিসানকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।