
গত ১৩ নভেম্বর বিকাল ৪টার দিকে কাজের সন্ধানে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাইফুল ভুইয়া। এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে কোন যোগাযোগও করছেন না তিনি। এ ব্যাপারে গত ১৫ নভেম্বর গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার স্ত্রী মােসাঃ সাহেরা বেগম।
মােসাঃ সাহেরা বেগম জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তার স্বামী সাইফুল ভূইয়া। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ। গত চার দিন ধরে তার কোন খোঁজ মেলেনি।
তিনি আরো জানান, তার স্বামী সাইফুল ভূইয়ার বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বা, নাক খাড়া, মুখে দাড়ি। বাড়ি থেকে যাওয়ার সময় তার পরনে ছিল এস কালারের গেঞ্জি ও ঘিয়া কালারের প্যান্ট।
কোন ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৯৩৪২৯৮৪৪২ নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।