নিজস্ব প্রতিবেদক: মঙ্গলাবার গজারিয়ায় ইমামপুর ইউনিয়ন পরিষদসহ অত্র ইউনিয়নের (টিআর, LGSP -৩, উন্নয়ন প্রকল্প, HBB, অতি দরিদ্র প্রকল্প, কাবিখা,১% প্রকল্প, ইউনিয়ন পরিষদের নিজস্ব প্রকল্প) বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন গজারিয়া নির্বাহী অফিসার হাসান সাদি।
এদিকে পাশাপাশি দুর্যোগথ স্থানীয় জমি আছে, ঘর নাই তারা নিজ জমিতে গৃহ নির্মাণ কল্পে যাচাই বাছাই সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে গুনগত মান নিয়ে করা হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত করেন। তিনি উন্নয়ন কাজের ঠিকাদার থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে গুনগতমান বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।