আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উত্তর কোটগাঁও বালুর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরুর সঞ্চালনায়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল।
উপস্থিত ছিলেন উত্তর কোটগাঁওের সমাজ সেবক হাজী আব্দুর সাত্তার, মনির হোসেন নান্নু, মো. মজিবুর রহমান, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মো . রমজান হোসেন, অতুল হোসেন, নৌ-শ্রমিক নেতা মো. ফিরোজ মিয়া,
সংগঠক সোহেল রানা রানু, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, বাদশা বিপ্লব, শেখ আরমান, কামরুজ্জামান লিন্টু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিঞা ও কেএম তাজরিয়ান প্রমূখ।
উঠান বৈঠক বিপ্লব বলেন, মুন্সীগঞ্জকে একটি আধুনিক শহর তৈরি করতে চাই। সবাই মিলে একটি সুন্দর শহর গড়তে পারি।সকলে সহযোগিতা চাই। আমরা যেন কোটগাঁওয়ের ঐতিহ্য ধরে রাখতে পারি।