মোহাম্মদ সেলিম
এক পিরিতেই জীবন তোলপাড়
বন্ধু তুমি রইলে শুধু ওপার।
ভালোবাসা ছিল মনে মনে
তুমি বুঝোনি কখনো পনে।
জোয়ার ভাটার এইতো জীবন
তোমার দেখা পাইবো তপন।
সময় বয়ে যায় গো চলে
তুমি তবে চলেই গেলে।
প্রথম দেখায় যাকে দেখে ছিলাম
তার সাথে বাঁধেনি মনের তিলক।
চোখে চোখে অনেক ভাষা
বলে ছিলো সে মনের কথা।
সখি এখন অন্যের ঘরনী
ফিরে পেতে চায় আগের চিরুনী।