মো: আনোয়ার হোসেন: টঙ্গীবাড়ী উপজেলায় স্বাস্থ্য বিভাগে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতির কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয় টঙ্গীবাড়ী উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে চত্বরে। বাংলাদেশ হেলথ এসোসিয়নের টঙ্গীবাড়ী উপজেলা শাখা প্রথম দিনের কর্মসূচি পালন করেন।
তারা বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ খ্রি: তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দেন স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করা হবে।
কিন্তু দফায় দফায় কর্মবিরতির সময়ের দাবিতে সরকার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবেরূপ না নেয়ায় এখন আবারো কর্মসূচির দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শগন, সহকারী স্বাস্থ্য পরিদর্শগণ ও স্বাস্থ্য সহকারীগণ। এ কর্মসূচি পালনের কারণে ইপিআই কর্মসূচি বর্তমানে বন্ধ রয়েছে বলে শোনা যাচ্ছে।