নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় রবিবার স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন এর উদ্যোগে এবং সাকিব তাজওয়ার মাহবুব এর নির্দেশনায় দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী রুবেল। এ কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও মুন্সীগঞ্জ নিউজ ডটকম এর সম্পাদক
ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার বিশিষ্ট সমজ সেবক মো: সাইফুল ইসলাম ও নারী নেত্রী সাদিয়া আফরিন ইমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ইসলামপুর গ্রামের সমাজ সেবক বজলুর রহমান মাদবর। অনুষ্ঠান উপস্থাপনা করেন যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো: মোজ্জ্বামেল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের আলোর সম্পাদক সাংবাদিক মো: ইমন হোসেন, রাহাত, শাওন ও রানা।