মোহাম্মদ সেলিম ও তোফাজ্জ্বল হোসেন: মুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগের আয়োজনে রবিবার বিকেল ৪ টায় লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬ টি উপজেলার জাতীয় শ্রমিকলীগের নেতা ও কর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ মুন্সীগঞ্জ জেলার সভাপতি সোহেল মোল্লা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লৌহজং উপজেলার শ্রমিকলীগের সভাপতি হাজি মো: রুহুল আমিন শেখ, সাধারণ সম্পাদক আলি ইসলাম, শ্রীনগর উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, সিরাজদিখান উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি জিল্লুর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, গজারিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মিয়া।
মুুুুুন্সীগঞ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল মোল্লা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালিন সময়ে বলেন, ঘাপটি মেরে থাকা জঙ্গিবাদরা এ ধরনের নিন্দনীয় কাজ করেছেন বলে আমরা মনে করি। তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার কাজ করা হোক।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গায় মুুুুুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ