নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সোহেল মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
দ্বি বার্ষিকী হিসেবে এ নতুন কমিটির সভাপতি হচ্ছেন মোহাম্মদ সেলিম। আর সাধারণ সম্পাদক হচ্ছেন সৈয়দ মাহবুবুর রহমান। এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি মো: আনোয়ার হোসেন, সহ সভাপতি যথাক্রমে মো: লিটন হোসেন ও মোহাম্মদ আলী রুবেল। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সালমান হাসান ও আল আমিন সোহেল। সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জ্বল হোসেন।
সহ সাংগঠনিক সম্পাদক সুজন বেপারি। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন। দপ্তর মো: শাহিন মিঝি। অর্থ সম্পাদক মো: শরিফ। আইন দরককষাকষি সম্পাদক মোহাম্মদ জয়নাল। শিক্ষা, সাহিত্য ও গবেষনা সম্পাদক রাসেল ফরাজি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন। শ্রমিক কল্যাণ সম্পাদক জুয়েল শেখ। ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ফয়সাল আহম্মেদ। মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমকা বেগম। কার্যকরি সদস্য যথাক্রমে মো: নিজাম, মো: ফরিদ ও মো: জনি।