সিরাজদিখানে শ্রমিকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মোড়ে আটো ও মিশুক গাড়ির মালিক শ্রমিকদের নাম্বার প্লেট ও সদস্য বই বিতরণ ও প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন বাস, মিনিবাস,
মাক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আবুল হোসেন ভূইয়া ও যুগ্ম-আহবায়ক আঃ সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস.এম জালাল উদ্দিন, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন,
রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চোকদার, জেলা সড়ক পরিবহন বাস, মিনিবাস, মাক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ এ কে এম সামসুদ্দিন আহমেদ খায়ের।