মুন্সীগঞ্জে নৌ পুলিশের অবৈধ কারেন্ট জাল বিরোধী বিশেষ অভিযানে ১০৩৬ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ১৭৭০ পিস ববিন ও ১৮০০ পিস রিয়েল জব্দ করা হয়েছে।
এসব জাল, রিয়েল ও ববিনের আনুমানিক মূল্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা। অবৈধ এসব কারেন্ট জাল জব্দের বিষয়ে নৌ পুলিশ জানান, মঙ্গলবার সদরের পানাম এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।