
মুন্সীগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউসে গতকাল সমাপনি অনুস্ঠানের আয়োজন করা হয়েছে। টানা তৃতীয় দিনের প্রশিক্ষনে গতকাল শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে সকল সাংবাদিকদের সনদ প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকগনের হাতে অতিথিবৃন্দ বেশ জমকালো ও মনোরঞ্জন পরিবেশে উক্ত সনদ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সোহানা তাহমিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, জাফর ওয়াজেদ। প্রেস ইনস্টিটিউটের সিনিয়র ট্রেইনার, পারভিন এস রাব্বি, মীর লিয়াকত আলি, মীর মাসরুর জামান, মিনহাজ উদ্দিন, রুহুল আমিন রুমদ প্রমুখ।
জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম জামাল হোসেন মন্ডল। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চল্লিশ জন সাংবাদিক সহ অন্যান্যরা।