
গজারিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির এবং উপজেলার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা হয়েছে। এ সময উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা নারী ফোরামের সভাপতি খাদিজা আক্তার আখিঁ, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ইমাম রাজি টুলু, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন, গজারিয়া থানা হাইওয়ে ওসি মো. সালেহ্উদ্দিন জুয়েল,

উপজেলা কৃষি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় বিগত সভার কার্যবিবরণী সম্পর্কে, চাঞ্চল্যকর ঘটনা, ঘৃণ্য অপরাধ ও মাদকদ্রব্য নিয়ে, সড়ক নিরাপত্তা, নৌ নিরাপত্তা, যৌন হয়রানির অভিযোগ বাল্যবিবাহ ও যৌতুক সংক্রান্ত সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।