মুন্সীগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের বাগমাহমুদালীপাড়া রাধা গোবিন্ধ মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উদ্যোগে ৩০ জন হিন্দু ধর্মালম্বীয় শিক্ষীর্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে বই বিতরন করেন বাগমাহমুদালীপাড়া রাধা গোবিন্ধ মন্দিরের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল(দুলাল),
সহ -সভাপতি রঞ্জন কুমার সাহা, শিক্ষিকা জুই সাহা, উক্ত মন্দিরের পুরোহিত মথুরা পতি গোবিন্দ দাস ভ্রম্যচারী (মিঠু)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্দির ভিত্তিক এ কার্যক্রমে শিশুরা নতুন বই হাতে পেয়ে খুব আনন্দতি ছিল।