
চাঁদপুর সদরের নুর ইসলাম, বয়স ৮৭ বছর এই বয়সে রন পা-এ হেঁটে বিভিন্ন সভা সমাবেশের বাড়তি আনন্দ যোগান।
আর্থিক অবস্থা ভাল নয় এই বঙ্গবন্ধুর ভক্তের, অনেক চেষ্টা করেও রন পা-তে হেঁটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন নাই মনের এই দুঃখের কথা প্রতিবেদককে জানান,
শেষ জীবনের এক মাত্র ইচ্ছা র পা তে হেঁটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করা, তাকে সালাম করা, বিভিন্ন জন তাকে ৫/১০ টাকা দান করলে সেই টাকায় তার সংসার চলে,
তিনি জানান ৪২ বছর যাবত এই রন পা তে হেঁটে মানুষকে আনন্দ দিয়ে আসছেন তবে বৃদ্ধ বয়সে এখন আর আগের মতো বিভিন্ন স্থানে যেতে পারেন না তাই আয় রোজগারও কমে গেছে,
তিনি সমাজের বিত্তবানদের কাছে আবেদন করেন সাহায্য করার জন্যে, তার মোবাইল নাম্বার ( বিকাশ) ০১৮২১৮৫৩৮৩১/ ০১৭২৮৮০৯৩২৬ ইচ্ছে হলে তাকে যে কেহ সাহায্য করতে পারেন।