মোহাম্মদ সেলিম :
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার লিংক সড়কের ফিরিঙ্গি বাজার স্টিমার ঘাটের মাটির কাঁচা রাস্তাটির বেহাল দশা বিরাজ করছে বছরের পর বছর ধরে। কিন্তু এ রাস্তাটি পাকা করণের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে যাতায়াতে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
সিংহভাগ মাটির কাঁচা রাস্তা দিয়ে বর্তমানে মিশুক ও অটো চলাচলে দেখা দিয়েছে নানা রকমের অসুবিধা। এছাড়া এ পথে বসবাসকারীদের কাঁচা মাটির রাস্তা ব্যবহারে অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছে। বিসিক শিল্প নগরীর পূর্বপাশ দিয়ে রিকাবী বাজারে যাওয়ার পথে মধ্যখানে রয়েছে দয়াল বাজার।
এ বাজারের লিংক সড়কের পূর্ব দিকে খুব সহজেই যাওয়া যায় ফিরিঙ্গি বাজার স্টিমার ঘাটের ধলেশ্বরী নদীর দিকে। কিন্তু এ সড়কের বেশির ভাগ জায়গাই মাটির কাঁচা রাস্তা। ধলেশ্বরী নদীর কুলঘেষে ফিরিঙ্গি বাজার স্টিমার ঘাটের পশ্চিম দিকের জাপান প্রবাসী কাদিরের বাড়ি পর্যন্ত রাস্তার কিছু অংশ শুধুমাত্র পাকা করা হয়েছে। বাকি রাস্তা এখনো কাঁচা মাটির রয়েছে গেছে।
মাটির কাঁচা রাস্তা আবার প্রধান সড়ক থেকে অনেকটাই নিচুতে। তাতে সামান্য বৃষ্টি হলেই পানিতে থৈ থৈ করতে থাকে। এর ফলে এ পথের মানুষেরা সেই সময়ে এ রাস্তা দিয়ে তেমনটা চলতে পারে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ এলাকাটি খুবই ঘনবসতি। সেই হিসেবে এ রাস্তার দু’ধারে প্রচুর পরিমাণ বাড়িঘর গড়ে উঠেছে।
এর ফলে এসব বসতিদের এ রাস্তাটিই একমাত্র প্রধান ভরসা হিসেবে এখানকার মানুষের কাজে লাগে। কিন্তু কাঁচা মাটির এ রাস্তাটি পাকা না করায় এখানকার মানুষেরা বিপাকে পড়েছে। দয়াল বাজারের প্রধান সড়কে সংস্কার কাজ কিংবা যানজটের সময়ে বেশিরভাগ যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে।
এছাড়া লিংক রোড হিসেবে এ সড়কটি সাধারণ মানুষের খুবই উপকারে আসে বলে এখান মানুষ মনে করছে। এলাকাবাসী এ রাস্তাটি পাকা করতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।