শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ শ্রীনগরে শ্রীনগর কলেজ গেইটের ভান্ডারী কনফেকশনারী জনৈক মজিবর দেওয়ান (৪৫) এর দোকানের সামনে এক অভিযান চালায়। সেখান থেকে সুজন মন্ডল (৩২) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় র্যাব-১১ সুজনের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করে। সেই সাথে তার সাথে থাকা একটি মোবাইল জব্দ করা হয়। তার পিতার নাম হচ্ছে মৃত সুধীর মন্ডল। মাতার নাম হচ্ছে কমলা মন্ডল।
শ্রীনগরের মন্ডল পাড়ার ৫নং ওয়ার্ডে সুজনের বাড়ি। এ সফল অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার।