নৌ পুলিশের উদ্ধার অভিযানে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন। প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ড. বেনজির আহাম্মেদ বিপিএম (বার) তার কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে এক লক্ষ টাকা পুরষ্কার প্রদান করেন।
সোমবার সকালে ঢাকার গুলশান পুলিশ প্লাজায় নৌ পুলিশের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠান শেষে এ পুরষ্কার প্রদান করেন আইজিপি। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আইজিপি ড. বেনজির আহাম্মেদ বিপিএম বার, পিপিএম বার। এসময় বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম বার, পিপিএম বার। জানা যায়, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ রক্ষা অভিযান, জাটকা সংরক্ষণ ও করোনা ভাইরাসের ফলে লকডাউনে বিশেষ ভূমিকা রাখায় এ পুরষ্কারে ভূষিত হয় মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন।
উদ্ধার অভিযানে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় তার শুভাকাক্সক্ষী ও বিভিন্ন পর্যায়ের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।