
সুর সম্রাট আলাউদ্দিন আলীর স্মরণ সভায় উপস্থিত দর্শকদের গান গেয়ে মাতালেন মুন্সীগঞ্জের প্রবীণ সঙ্গীত শিল্পী রিকাবি বাজারের কৃতিসন্তান সৈয়দ মোতালেব।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ঢাকা অনুস্থিত স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে সুর সম্রাট আলাউদ্দিন আলী”র স্মরণ সভায় দ্বৈত কণ্ঠে সঙ্গিত পরিবেশন করলেন সৈয়দ মোতালেব ও আশামনি, তবলায় ছিলেন রবি আচার্য,
এই দুই শিল্পী সুর সম্রাট আলাউদ্দিন আলির সুরে ৩৫টি গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বিচারপতি খাদেমুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশেষ অতিথি হাজি নজরুল ইসলাম,আলহাজ্ব শওকত আলি মুক্তার