
দীর্ঘ ২৫ বছর পর মুন্সীগঞ্জে পৌর স্বর্নশিল্পী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নব সভাপতি অজয় কর্মকার ও সাধারণ সম্পাদক হিসেবে লক্ষন মূখার্জীকে নির্বাচিত করা হয়।
শুক্রবার বিকালে ৫ টায় দিকে মুন্সীগঞ্জ শহরস্থ সুপারমার্কেট সংলগ্ন সি.এম.সি. গার্ডেন ভবনের নিচ তলায় এ কমিটি গঠন করা হয়।
এসময় কমিটির উপদেষ্টা বিমল কর্মকার টোকানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রিদামমন্ডল, সাবেক সভাপতি বাবুল কিত্তনিয়া, সাধারণ সম্পাদক স্বপন মন্ডল, উপদেষ্টা নিতাই কর্মকারসহ শহরের স্বর্ন ব্যবসায়ীগণ।
অনুষ্ঠান সসঞ্চালনা করেন উপদেষ্টা পলাশ দাস।