মোহাম্মদ সেলিম:
মৃণাল কান্তি দাস ২৫ জানুয়ারি ১৯৫৯ খ্রি: জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য। এ নিয়ে চলমান প্রক্রিয়ায় দুই টার্মে জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছেন।
মৃনাল কান্তি দাস ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দেওভোগ গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম শ্যামলাল দাস ও মাতার নাম গীতা রানী দাস। তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। তিনি আইন ব্যবসা করেন।
মৃনাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ছিলেন। তিনি ৫ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মৃণাল কান্তি দাস ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতত্ব একাশদ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে জয় লাভ করেন। তার এ শুভ জন্ম দিনে মুন্সীগঞ্জ নিউজ ডটকম এর পরিবার থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা।