
মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী এডভোকেট নাজমা আক্তার নীরার শত শত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে টাঙানো শত শত পোস্টার কে বা কারা ছিঁড়ে ফেলেছে রাতের অন্ধকারে।
আজ সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মাঠাপাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় খান বাড়ির ৩ রাস্তার মোড়ে সামনে ২৫০-৩০০ পোষ্টার দরি কাটা অবস্থায় বিভিন্ন স্থানে পরে থাকতে দেখা গেছে।
পোস্টার ছেঁড়ার বিষয়ে জানতে চাইলে নারী কাউন্সিলর প্রার্থী এডভোকেট নাজমা আক্তার নীরার জানায়, পোস্টার ছেঁড়া একটি খারাপ কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। এই নির্বাচনে আমার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষরা পোস্টার ছেঁড়া শুরু করেছে।