নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরশীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মো: কামরুল হাসান গতকাল বুধবার সন্ধ্যা ৭টার সময় ফুসফুসের আক্রান্ত রোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহহি ওইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’র পক্ষে সমবেদনা প্রকাশ করেছে কে এম সাইফুল্লাহ ভূইয়া সভাপতি। মোজাম্মেল হক সিনিয়র সহ-সভাপতি।
আ: বাতেন ও নাহিদ সুলতানা সহ-সভাপতি। সাহারা বেগম, আফরোজা খানম, গুলশান আরা, ইউনুস আলী রেজওয়ানা পারভীন ইসতিয়ার, শান্তা, নীতা, মমতাজ, জেসমিন, আসমা বেগম, আয়শা, মাকসুদা, হুমায়ুন কবির, আক্তার হোসেন,
শংকর কুমার সাহা, মনির হোসেন মৃধা, সমীর কুমার বিশ্বাস, রাশেদুল ইসলাম, পারভেজ, মোতালেব, নূর মোহাম্মদ, মো মিজানুর রহমান, মোঃ সামসুল ইসলাম সিকদার।