
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা নির্বাচনে প্রার্থীরা বেছে নিলেন নিজেদের পছন্দের প্রতীক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ জেলা রিটানিং অফিসারের সম্মেলন কক্ষে এ প্রতীক দেয়া হয়। এ নির্বাচনে মিরকাদিম পৌরসভা ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের প্রতীক হলো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাজী আবদুস সালাম নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান ধানের শীষ, জাতীয় পার্টি জে.পি (মঞ্জু) খন্দকার মোহাম্মদ হোসেন রেনু বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন মোবাইল ফোন প্রতীক পেয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩ নং কাউন্সিলর পদে নুর জাহান শিল্পী অটোরিক্সা, রুবিনা ইয়াসমিন চশমা, শিউলী শবনম টেলিফোন, হাসিনা পারভিন আনারস।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬ নং আলো বেগম টেলিফোন,জিয়াসমিন আক্তার ময়না চশমা, সানোয়ারা বেগম আনারস, সালমা বেগম অটোরিক্সা।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭, ৮ ও ৯ নং আসমা আক্তার টেলিফোন,শাহিনা আনারস, শিউলী বেগম চশমা প্রতীক পেয়েছে।
সাধারণ ওয়ার্ড ১ নং মাসুদ রানা পিন্টু পাঞ্জাবি, মোহাম্মদ আব্দুল জলিল ডালিম, গিয়াস উদ্দিন উটপাখি ও মো. জাকির চৌধুরী পানির বোতল প্রতীক পেয়েছেন।
২ নং ওয়ার্ডে আওলাদ হোসেন পেয়েছেন উটপাখি, আবু তাহের মিয়া টেবিল ল্যাম্প, মোহাম্মদ ইব্রাহিম ডালিম, মো. আজম খান পানির বোতল ও মো. বাবুল মিয়া পাঞ্জাবি প্রতীক পেয়েছেন।
৩ নং ওয়ার্ডে মো. আক্তার হোসেন চৌধুরী পাঞ্জাবি, কামরুল ইসলাম জাহাঙ্গীর পানির বোতল, হাজী মো. সালাহউদ্দিন দেওয়ান উটপাখি, মো. তাইফুর রহমান ডালিম।
৪ নং ওয়ার্ডে মো. আবদুল মজিদ মিয়া পাঞ্জাবি ও হাজী মো. দীন ইসলাম উটপাখি।
৫ নং ওয়ার্ডে বাবুল আহমেদ পাঞ্জাবি, মো. ইদ্রিস আহমেদ টুলু টেলিফোন, মো. পিন্টু ডালিম, হারুন রশিদ উটপাখি।
৬ নং ওয়ার্ডে মরতুজ আলী হিরা পেয়েছেন পাঞ্জাবি, মো. লিটন উটপাখি ও শহিদুল পেয়েছেন টেবিল ল্যাম্প।
৭ নং ওয়ার্ডে মো. আজমান টেবিল ল্যাম্প,মো. আবুল কাশেম হায়দার পাঞ্জাবি, মো. ইমরান হোসেন ব্ল্যাকবোর্ড, মো. ইয়াছিন উটপাখি, মো. সোহেল মিয়া গাজর, শামীম আশ্রাফ ডালিম।
৮ নল ওয়ার্ডে মো. ইমরান মালেক ডালিম, মোকলেছুর রহমান পাঞ্জাবি, মো. আব্দুর রহিম বাদশা উটপাখি।
৯ নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া উটপাখি, জাকির হোসেন দেওয়ান সেন্টু পানির বোতল, মো. নুরুল আমিন ডালিম ও মো. সোহেল পাঞ্জাবি প্রতীক পেয়েছেন।
প্রতীকের বিষয়টি জেলা রিটানিং অফিসার মো. আরিফুল হক নিশ্চিত করছেন।
মিরকাদিম পৌরসভায় ৪ র্থ ধাপে আগামী ১৪ ফেব্রয়ারী ২০২১ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।