
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪. ৫ ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হোসনে আরা বেগম শেষ দিনে নির্বাচনী শোডাউন করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৫ পর্যন্ত করে কয়েক শতাধিক কর্মী, সমর্থক নিয়ে প্রচারনার শেষ শোডাউন করেন৷
এ সময়ে নিজ এলাকা শিলমন্দি থেকে কর্মী-সমর্থক নিয়ে দেওভোগ, পশ্চিম দেওভোগ, বৈখর, রনছ মাদবরবাড়ি, গাজীবাড়ি, ছোট কাটাকালী, মনিপাড়া, ফরেস্ট অফিস রোড হয়ে দেওভোগ বাজার এলাকায় গিয়ে নির্বাচনী শেষ শোডাউনটি শেষ করেন।
এ সময় কাউন্সিলর প্রার্থী হোসনে আরা আগামী ৩০ শে জানুয়ারি শনিবার অটোরিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তৃতীয় বারের মতো জনগণের সেবা করার সুযোগ চান।
এ সময়ে উপস্থিত ছিলেন শিলমন্দি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী বদিউজ্জামান, সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম তপন, মো. মতিউর রহমান কোতোয়াল, তোফাজ্জল হোসেন মোল্লা, মো. শরীফ খালাসী,আমজাদ কোতোয়ালসহ পৌর ৪. ৫ ও ৬ ওয়ার্ডের গর্ণমান্য ব্যাক্তিবর্গ।
শোডাউন শেষে কাউন্সিলর প্রার্থী হোসনে আরা বেগম বলেন, গত ১০ বছর আমি আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই।আপনারা আমাকে অটোরিক্সা মার্কায় ভোট দিন।
তাহলে আমি আগামীতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে পারবো। অসমাপ্ত এই তিনটি ওয়ার্ডের উন্নয়ন শেষ সকলকে নিয়ে শেষ করতে চাই।