মোহাম্মদ সেলিম:
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে ২৫টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনের ব্যালট পেপার ও ব্যালট বাক্স্র বুঝিয়ে দেয়া হয়েছে। এদিন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের সাথে জড়িত সকল ধরণের দ্রবাদি উপস্থিত প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেন নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা।
প্রিজাইডিং অফিসারের সাথে তখন উপস্থিত ছিলেন তার কেন্দ্রের নিয়োজিত আইন শৃংখলা বাহিনী। প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেন আইন শৃংখলা বাহিনীরা। এসময় প্রিজাইডিং অফিসারের সাথে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারও। এরপর থেকে প্রতিটি কেন্দ্র আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
এদিকে সকাল থেকে আনসার বাহিনীরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হতে থাকে। অন্যদিকে মুন্সীগঞ্জ শহরে ৩ প্লাটুন বর্ডার গার্ড পৌঁছে। তারা রুটিন অনুযায়ী শহরে টহল দিচ্ছে। এছাড়া তারা ইতোমধ্যে সবকটি ভোট কেন্দ্র রেকি করে এসেছেন। সেই মোতাবেক তারা নির্বাচনকে নিয়ে গোছগাছ করছেন বলে জানা গেছে।