মোহাম্মদ সেলিম:
মিরকাদিম পৌরসভার নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুস সালাম অসুস্থ্য বলে খবর পাওয়া যাচ্ছে। এর ফলে এ নির্বাচনে প্রচার ও প্রচারণায় তাকে তেমনটা উপস্থিত হতে দেখা যাচ্ছে না বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। কোন উঠান বৈঠক কিংবা বড় আকারে জনসভায় তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তার অনুপস্থিতিতেই সেইসব সভা অনুষ্ঠিত হচ্ছে বলে একাধিক সূত্র মতে জানা যাচ্ছে।
তার অনুপস্থিতিতে এসব উঠান বৈঠক কিংবা গণসংযোগ চালিয়ে নিয়ে যাচ্ছে জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম ও মিরকাদিম পৌর আ’লীগের উপদেষ্ঠা মনিরুজ্জামান শরীফ। আব্দুস সালাম এর নাকি স্টোক করেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে কি ধরণের স্টোক করেছে তা জানা সম্ভব হয়নি কোন ভাবেই। এ কারণে তাকে বাড়িতে রেখে ফিজিও থেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে।
এ কারণে তার সাথে কোন ভিজিটর বর্তমানে দেখা করতে পারছে না বলে শোনা যাচ্ছে। তবে একাধিক সূত্র মতে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে তাকে বাড়িতে রাখা হয়েছে। যুবক শ্রেণির লোকজন তাকে পালাক্রমে পাহাড়া দিচ্ছে বলে গুঞ্জনের বাতাস আরো ভারি হয়ে উঠেছে।