মুজিব শতবর্ষে কৃষি প্রযুক্তির মোড়ক উম্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে এটলাস এর ১০০ কৃষি প্রযুক্তির মোড়ক ছিল।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী স.ম রেজাউল করিম,
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যুক্ত হয়ে মোড়ক উন্মোচন করেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন বিপিএম, এডিএম খান মো: নাজমুস শোয়েব, মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ আলম।