নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
এ প্রস্ততি মূলক সভায় উপস্থিত থেকে আলোচনা করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু,
মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্ প্রধান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাসেল কবির,
ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হাসেম, মুন্সীগঞ্জ পৌরসভার সচিব এ.কে.এম. বজলুর রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলেয়া ফেরদৌসী,
মুন্সীগঞ্জ সংগীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি ও মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির।