জুয়েল দেওয়ান:
বয়স ৭৪ পেরিয়ে ৭৫ ছুঁই ছুঁই করছে। তারপরও বিধবা কুলসুম বেগম এখনো পাননি বয়স্ক ভাতার সেই সোনার হরিণের কার্ডটি। গজারিয়া ইউনিয়নের রমজান বেগ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা স্বামীহারা কুলসুম। এই বৃদ্ধ বয়সে অর্থের অভাবে তিনি নানা ধরণের সংকটে ভুগছেন।
বয়সের ভারে রোগশোকে তিনি এখন ভারাক্রান্ত। সুচিকিৎসা দূরের কথা। তিন বেলা খাবার জোটানোও তাঁর জন্য এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এই বৃদ্ধ বয়সে বেঁচে থাকার তাগিদে তিনি একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য ঘুরে ফিরছেন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে। শুধু আশ্বাসই দেন তাঁরা। বছরের পর বছর ঘুরে ফিরে কিন্তু কেউ তাঁর জন্য একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে না।