করোনার গণটিকাদান কর্মসূচি উদ্বোধনের পর মুন্সীগঞ্জে চতুর্থ দিনে ছিল উৎসবমুখর পরিবেশ। বুধবার ছিল মানুষের উপচেড়া ভিড়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে,
দিন শেষে মুন্সীগঞ্জে ১৫৬৫ জন মানুষ টিকা নিয়েছেন। আর সাধারণ মানুষের টিকা নেওয়ার উৎসাহ দেখে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসক এবং নার্সরা। মুন্সীগঞ্জ সদর হাসপাতালে টিকা নেওয়ার পর আমির হোসেন নামে এক ব্যক্তি বলেন, টিকা দিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের মানুষ হয়ে এত তাড়াতাড়ি টিকা পেয়ে খুশি আমরা। টিকা নেওয়ার পর আমার কোনও সমস্যা হয়নি।
যে কেউ এই টিকা নিতে পারেন। টিকা গ্রহণকারীরা আরো জানান, টিকা নেওয়ার পর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। অন্যান্য সময় আমরা যেভাবে টিকা নিয়ে থাকি ঠিক সেরকম মনে হয়েছে। মানসিক ভাবেও নিরাপত্তা বোধ করছেন। এত দ্রুত সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য এসময় অনেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান । জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ বলেন,
আজ সকাল ৮ টা থেকে শুরু হওয়া আমাদের টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকে আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা বেড়েছে মানুষে মাঝে। অনেক মানুষ নিজ থেকে আগ্রহী হয়ে টিকা নিতে আসছেন। আশাকরি আরও মানুষ আসবে। আমরা তাদেরকে নিয়ম অনুযায়ী সেবা প্রদান করবো।