নিজস্ব প্রতিবেদক: গত
দুই দিনে গজারিয়ায়
পুলিশ পৃথক পৃথক
অভিযান চালিয়ে দুই
মাদক ব্যবসায়িকে
গ্রেফতার করেছে।
জানা যায়, গতকাল
বুধবার সকাল সাড়ে
১০টার সময় গজারিয়া
থানার এস.আই মো:
আনিসুর রহমান,
এ.এস.আই ইসমাঈল
হোসেন এর নেতৃত্বে
ইমামপুর ইউনয়নের
কালীপুরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মীর বাড়ির সামনে থেকে বহিরাগত মাদক ব্যবসায়ী,
সারোয়ার হোসেন মোল্লা (সোয়েব)কে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ।
তার পিতার নাম হচ্ছে রফিকুল ইসলাম, তার গ্রামের বাড়ী নয়াকান্দী মোল্লা বাড়ী, থানা মতলব উত্তর, জেলা-চাঁদপুর। তার হেফাজত হতে ১৫ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এদিকে গত বৃহস্পতিবার গজারিয়া থানার এস.আই তানভীর শেখ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গজারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী আমিরুল ইসলাম ওরফে পলাশ (৩৬), পিতা- মৃত- দলিল উদ্দিন ওরফে দৌলতদী স্থায়ী :
গ্রাম- পুরা চক (পোড়াচক বাউশিয়া), উপজেলা:গজারিয়া, মুন্সীগঞ্জকে গ্রেফতার করেন। এবিষয়ে নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দীন।