মোহাম্মদ সেলিম:
অবশেষে গত মঙ্গলবার মিরকাদিম পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাজী আব্দুস সালাম প্রথমবারের মতো নির্বাচনী গণ সংযোগে বের হয়ে ছিলেন। একাটি মিনি মাইক্রোবাসে তিনি বিকেলের দিকে এই প্রচারণায় বের হন। এনায়েত নগর থেকে শুরু করে এই গণ সংযোগ করেন তিনি।
নির্বাচনী গণ সংযোগে ফিরে আসায় তিনি এখানকার নৌকা প্রতীকের সর্মথকরা অনেকটাই চাঙ্গা হয়ে উঠেন। অনেকেই নির্বাচন নিয়ে ভরসা পেতে শুরু করেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি অনেক দিন অসুস্থ্য ছিলেন। সেই হিসেবে এটি তার প্রথম গণ সংযোগ হিসেবে দেখছে এখানকার ভোটাররা।